দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে এলজিইডিসহ বিভিন্ন স্থানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুর ইসলাম জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-তে নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে আগারগাঁও এলজিইডি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুদক টিম পৌরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের জন্য এলজিইডি গৃহীত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, তথা ৬৪ জেলার ২৮৫ টি পৌরসভায় অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়ে) সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। প্রাথমিক পর্যালোচনায় ওই প্রকল্পে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়। এছাড়াও দুদক টিম অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আত্তীকরণে অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।

এছাড়া, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট  অভিযান পরিচালনা করা হয়।

দুদক টিম অভিযান পরিচালনাকালে ছদ্মবেশে ওই পাসপোর্ট অফিসের কার্যক্রম প্রত্যক্ষ করে। অসাধু লেনদেনের সাথে জড়িত থাকায় একজন দালালকে হাতে-নাতে আটক করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারীপুরের পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালকের কাছে সোপর্দ করে দুদক টিম। সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও হয়রানী বন্ধের বিষয়ে দুদক টিমের কাছে অঙ্গীকার ব্যক্ত করেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদকের অভিযানকে স্বাগত জানান।

এদিকে, সিলেটে বাংলাদেশ মেরিন একাডেমিতে কার্যাদেশ প্রদানে অনিয়ম, গাড়ি ব্যবহারে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্নসাৎ করাসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিলেট শহরের অদূরে সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমী, সিলেট -এ অধ্যয়নরত মেরিন ক্যাডেটদের আবাসিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনে সাপ্লাই অব গুডস এন্ড রিলেটেড সার্ভিসেস এন্ড ফিজিক্যাল সার্ভিসেস শিরোনামে গত বছরের ১২ জানুয়ারি  যে দরপত্র আহবান করা হয়েছে সে সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়।

এছাড়া, মেরিন একাডেমিতে ব্যবহৃত গাড়ি সরবরাহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ সংক্রান্ত কাগজপত্রাদি সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০