বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬

একুশে বইমেলায় ১১ দিনে ৭২০ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান

বইমেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টলে সেবাগ্রহীতারা কথা বলছেন। ছবি: বাসস

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আইনগত পরামর্শ ও তথ্য সেবা প্রদান কার্যক্রম এবার অমর একুশে বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে। এ সেবা গ্রহণে মেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থী প্রতিদিনই  মেলার ১০৮৯ ও ১০৯০ নাম্বার স্টলে উপস্থিত হচ্ছেন। সংস্থার তথ্য অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে ৭২০ জন  একুশে বই মেলা থেকে আইনগত পরামর্শ ও তথ্য  সেবা গ্রহণ করেছেন। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের নির্দেশে একুশে বইমেলায় এ বছর প্রথম বারের মতো বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবা কার্যক্রম চালু করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

সেবা প্রদানের জন্য সংস্থাটি এবার বই মেলার ১০৮৯ ও ১০৯০ নাম্বার স্টল বরাদ্দ নিয়েছে। এ দুটি স্টল থেকে ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিনে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্য  সেবা প্রদান করছেন লিগ্যাল এইড কর্মকর্তারা।

সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, মাসব্যাপী আয়োজিত একুশে বইমেলায় আগত বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিনই একজন করে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও একজন করে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী  মেলায় উপস্থিত থেকে স্টলে আগত দর্শনার্থীদেরকে বিভিন্ন আইনগত পরামর্শ ও তথ্য প্রদান করছেন।

এছাড়া সরকারি আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদান কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রচার ও প্রচারণার উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার স্টল থেকে সংস্থা কর্তৃক প্রকাশিত পোস্টার, স্টিকার, বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, লিফলেট,  ব্রোশিয়ার ও অন্যান্য প্রকাশনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কোড এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত আইন বিষয়ক জার্নাল ও গুরুত্বপূর্ণ প্রকাশনাসমূহ প্রদর্শন করা হচ্ছে।

প্রসঙ্গত, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন ও বিচার বিভাগের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) প্রদানকল্পে ২০০০ সালে "আইনগত সহায়তা প্রদান আইন" প্রণয়ন করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ৬৪টি জেলায় অবস্থিত  জেলা লিগ্যাল এইড অফিস,সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস এবং ঢাকা ও চট্টগ্রামে স্থাপিত শ্রমিক আইন সহায়তা  সেল এর মাধ্যমে সারাদেশে সরকারি খরচে আইনগত  সেবা প্রদান করে।