ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এফবিসিসিআই’র সংস্কার বিধি

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:৫৮ আপডেট: : ১৪ মার্চ ২০২৫, ১২:০৫

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে এফবিসিসিআই সংস্কার বিধি পাশ হয়েছে। তা এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও ট্রেড অর্গানাইজেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মোসা. শুকরিয়া পারভীন। 

তিনি জানিয়েছেন গত সপ্তাহে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি, ভেটিং হয়ে আসলে শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করা  হবে।

গেজেট হওয়ার পরপরই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে এফবিসিসিআই’র একটি সূত্র জানিয়েছে। তবে তফসিল ঘোষণা হলেই যে এফবিসিসিআই নির্বাচন সম্পন্ন হবে কিনা তা নিয়ে নানা সংশয় আছে।

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৫০টি চেম্বার ও এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে বেশ কিছু চেম্বার ও এসোসিয়েশনে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে এবং নতুন করে আরো কিছু বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এমতাবস্থায়, এফবিসিসিআই এর নির্বাচনী শিডিউল ঘোষণা হলে এফবিসিসিআইতে ভোটার নমিনেশন অর্ধেকে নেমে আসবে। আর ভোটার নমিনেশন বঞ্চিতরা মামলা করলে থেমে যাবে এফবিসিসিআই’র নির্বাচন প্রক্রিয়া। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০