সেনাবাহিনীর ১৪ জনকে অনারারী ক্যাপ্টেন ও ২৫ জনকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৯:১৬
ছবি : আইএসপিআর

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

আজ বুধবার আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বাংলাদেশ সেনাবাহিনীর অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্ত ১৪ জনের মধ্যে রয়েছেন- বিজেও-১৩৬১৫ অনাঃ লেঃ মো. আব্দুল কাফি সরকার, এসপিপি, আর্টিলারি; বিজেও-১৩৫৮১ অনাঃ লেঃ মো. শাহিনুর ইসলাম, আর্টিলারি; বিজেও-১৫৬৭৫ অনাঃ লেঃ মো. মাহাবুর রহমান, এসজিপি, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৭৬ অনাঃ লেঃ মো. হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৪৩ অনাঃ লেঃ মো. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৮১ অনাঃ লেঃ মো. জহুরুল ইসলাম, সিগন্যালস; বিজেও-১৯১০১ অনাঃ লেঃ মো. আমিরুল ইসলাম, এএসসি; বিজেও-২৩০৩৯ অনাঃ লেঃ মো. রফিকুল ইসলাম, অর্ডন্যান্স; বিজেও-৭৫০৮৭ অনাঃ লেঃ মো. হারুন-অর-রশিদ, অর্ডন্যান্স; বিজেও-২৫৬২৩ অনাঃ লেঃ মোহাম্মদ মাইন উদ্দিন ভূঁইয়া, ইএমই; বিজেও-২৫৬৫৪ অনাঃ লেঃ মোহাম্মদ সেলিম ভূঞা, ইএমই; বিজেও-২৬৭৭১ অনাঃ লেঃ মো. শাহ আলম, এসিসি; বিজেও-২০৯৭৬ অনাঃ লেঃ মুহাম্মদ মতিউর রহমান, এএমসি; বিজেও-২১০১৪ অনাঃ লেঃ মো. আলাল উদ্দীন, এএমসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৫ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। কমিশন প্রাপ্তরা হচ্ছেন বিজেও-৫০০৫৬ মাস্টার ওয়াঃ অফিঃ মোহাম্মদ ফিরোজ আলম, আর্মার্ড; বিজেও-৫২০৩২ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ মুসারুল হক, আর্টিলারি; বিজেও-১৩৭৭০ মাস্টার ওয়াঃ অফিঃ মোহাম্মদ নুরুল ইসলাম, আর্টিলারি; বিজেও-৫৫১২৪ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ রইছ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫২০০ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫২২৯ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৪৩ মাস্টার ওয়াঃ অফিঃ ফরাজী মোঃ কামরুজ্জামান, সিগন্যালস; বিজেও-৫৮১১১ মাস্টার ওয়াঃ অফিঃ মোহাম্মদ মিজানুর রহমান, সিগন্যালস; বিজেও-৫৮০৫৮ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ রেজাউল করিম, সিগন্যালস; বিজেও-৪৪৭৬১ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ আব্দুল ওয়াহেদ মিয়া, ই বেঙ্গল; বিজেও-৬১০৫৭ মাস্টার ওয়াঃ অফিঃ মুহঃ শফিকুল ইসলাম, ই বেঙ্গল; বিজেও-৬১০৪২ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ হাফিজুর রহমান, ই বেঙ্গল; বিজেও-৪৪৭৪৮ মাস্টার ওয়াঃ অফিঃ নূর আহাম্মদ ভূঞা, ই বেঙ্গল; বিজেও-৬১২৬১ মাস্টার ওয়াঃ অফিঃ মুহাম্মদ মাসুদ উদ্দিন, ই বেঙ্গল; বিজেও-৬১১৫৯ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ রফিকুল ইসলাম, ই বেঙ্গল; বিজেও-৬১১৫৩ মাস্টার ওয়াঃ অফিঃ এ কে এম কামরুজ্জামান, ই বেঙ্গল; বিজেও-৪৫৫৫৬ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ রফিকুল ইসলাম, বীর; বিজেও-৬৬২৫১ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ মতিয়ার রহমান, বীর; বিজেও-৪৬২৯৯ মাস্টার ওয়াঃ অফিঃ মোহাম্মদ আবুল বাসার, বীর; বিজেও-২৩০০৮ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ হাবিবুর রহমান, অর্ডন্যান্স; বিজেও-২৫৬৩৯ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ জাহাঙ্গীর আলম, ইএমই; বিজেও-৮৬০১৬ মাস্টার ওয়াঃ অফিঃ মোহাম্মদ আবুল হাসান, সিএমপি; বিজেও-২৬৭৬৬ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ আবু নাঈম ভূঞা, এসিসি; বিজেও-২৬৯২৬ মাস্টার ওয়াঃ অফিঃ এস এম আবু সাঈদ, এসিসি; বিজেও-২০৯৯০ মাস্টার ওয়াঃ অফিঃ মোঃ সাদেকুল ইসলাম, এএমসি।

উল্লেখ্য, সেনাবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৫ থেকে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
১০