ইতালির রোমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাসস
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২০:২৬
ছবি : বাসস

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস) : ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 

দূতাবাসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন রাষ্ট্রদূত রকিবুল হক।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহীদগণের স্মরণে নীরবতা পালন করা হয়। 

এর পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মন্ত্রণালয় থেকে প্রেরিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাকালে বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, জাতির ত্যাগ, মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা এবং সামগ্রিকভাবে লাখো শহীদ এবং মা-বোনদের আত্মত্যাগের স্বীকৃতি তুলে ধরেন। 

একই সঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অবদান, দূতাবাসের পক্ষ থেকে তাদের কল্যাণে সর্বোচ্চ সহযোগিতা প্রদান, সেবার মানোন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে কাঙ্খিত সুখী, সমৃদ্ধ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে স্বাধীনতার প্রকৃত অর্থ বাস্তবায়নে গুরুত্বারোপ করেন। 

তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সব উদ্যোগ বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সবাইকে বর্তমান সরকারের অনুসৃত নীতি অনুযায়ী প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য অনুরোধ করেন। 

এ বিষয়ে তিনি দূতাবাসের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের জন্য আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০