আমরা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি: হাসনাত আব্দুল্লাহ

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০০:৩১ আপডেট: : ২৭ মার্চ ২০২৫, ০০:৩৮
আজ বুধবার কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ-আহত পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, ছাত্র-জনতা, পেশাজীবী, শ্রমজীবী, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদরে সম্মানে আয়োজিত ইফতার মাহফিল এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেন -ছবি : বাসস

কুমিল্লা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত দেড় দশকে স্থানীয় ও জাতীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন আলেম-ওলামারা। সব কিছু থেকেই তাদের বঞ্চিত করা হয়েছিলো। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও দেশের ধর্মপ্রাণ মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উসকানি দেয়া হয়েছে। এতে সিলেটের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখেছি ভবিষ্যতেও সেভাবে এগিয়ে যাবো। 

আজ বুধবার কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ-আহত পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, ছাত্র-জনতা, পেশাজীবী, শ্রমজীবী, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদরে সম্মানে আয়োজিত ইফতার মাহফিল এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বারের জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রামপুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, বিএনপি কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব এ এফ এম তারেক মূন্সী এবং দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

হাসনাত তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ দেবীদ্বার আসন নিয়ে বলেন, গত ৭ মাসে দেবীদ্বারের অনেক পরিবর্তন হয়েছে। ভবিষ্যতেও জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আরও সৃষ্টিশীল উন্নয়নের ধারায় নিয়ে যাবো। এজন্য কুমিল্লার যতগুলো আসন রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য দেবীদ্বারকে ‘জাতীয় নাগরিক পার্টি’র আসন হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আশা করবো আপনাদের সাথে নিয়ে দেবীদ্বার আসনটি এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলতে পারবো। অনুষ্ঠান শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন হাসনাত আব্দুলাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০