দুদকের মামলায় জিকে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৩:১২ আপডেট: : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৭
গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ ২০২৫ (বাসস): অবৈধ ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন  ঢাকার একটি আদালত।

এছাড়া জিকে শামীমের ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়েছে। একই মামলায় তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত ।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি জি কে শামীমের এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০১৯ সালের ২১ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর আদালত এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। যার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটে জড়িত ১৪ জন গ্রেপ্তার
বিদেশী বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন
মহেশপুরে ড্রাগন-পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন
সাবেক এমপি ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
শেরপুরে কৃষকদের মধ্যে পাট বীজ ও সার বিতরণ
ইসরাইলি হামলায় গাজায় ১৯ জন নিহত : উদ্ধারকর্মী
রংপুর নগরীতে কাজে আসছে না ৩৪ লাখ টাকার ট্রাফিক সিগন্যাল বাতি
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর নয় বছরের মধ্যে সর্বোচ্চ: অ্যামনেস্টি
ইইউ’র শুল্ক প্রস্তাব ‘আমাদের জন্য খুবই খারাপ’ : ট্রাম্প
১০