ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে যাকাতের চেক বিতরণ

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৯:৪৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের যাকাতের চেক বিতরণ করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক তৌহিদুল আনোয়ার, সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহিন, ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুবিধাভোগী ব্যক্তিরা।

ইসলামিক ফাউন্ডেশন প্রতি অর্থবছরে যাকাত তহবিল থেকে দরিদ্র, অসহায় ও মেহনতী মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এবারের উদ্যোগের মাধ্যমে শতাধিক সুবিধাভোগীকে চেক বিতরণ করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে।

প্রধান অতিথি আ. ছালাম খান বলেন, যাকাত শুধু অর্থ সহায়তা নয়, এটি দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার। ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ মহৎ উদ্যোগ পরিচালনা করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে। সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা করা গেলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

সভাপতি আনিসুর রহমান বলেন, ‘যাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে।’

বিশেষ অতিথি তৌহিদুল আনোয়ার বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসময় যাকাতের চেক গ্রহণকারীদের মধ্যে অনেকে তাদের অনুভূতি প্রকাশ করেন।
 
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে যাকাত তহবিলের পরিধি আরও বাড়ানো হবে এবং আরও বেশি সংখ্যক সুবিধাভোগীর কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০