ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে র‌্যাব-৪

বাসস
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২১:১৬

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।

আজ বৃহস্পতিবার গাবতলী আন্তঃজেলা গাবতলী বাস টার্মিনাল র‌্যাব কন্ট্রোল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন র‌্যাব-৪ এর সিও লে. কর্নেল মাহবুব আলম।

তিনি বলেন, যে কোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। র‌্যাব-৪, ঢাকার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গাবতলী, মিরপুর-১০, কালশী, পল্লবী, ইসিবি চত্বর, সাভার, নবীনগর এবং মানিকগঞ্জসহ বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন কোনো ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য র‌্যাব-৪ এর দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে গাবতলী বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, নবীনগর, বাইপাইল এলাকায় এবং ঢাকা-আরিচা মহাসড়ক, পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে। এছাড়াও গাবতলী বাসস্ট্যান্ডে র‌্যাব-৪ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারি কিংবা বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধ প্রতিরোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালানা করার পরিকল্পনা রয়েছে। 

জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

এ সময় লে. কর্নেল মাহবুব আলম আরো বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বেশিরভাগ মানুষ নিজ শেকড়ে ছুটে যাবেন। ভ্রমণের সময় যাত্রীদের মলম পার্টি-অজ্ঞান পার্টি ও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে অযাচিত সখ্যতা গড়ে তোলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 

এসময়ে বাসা বাড়ি এবং মার্কেট ফাঁকা থাকার কারণে কেউ যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ না পায় সে ব্যাপারে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারিসহ বিশেষ টহল ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০