দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২২:১৬ আপডেট: : ২৮ মার্চ ২০২৫, ২২:১৮
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন।  

চট্টগ্রাম, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে। অনুগ্রহ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার কার্যক্রম পরিচালনা করবে।  

আজ শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বর্তমানে অনেককে শেখ হাসিনার মতো ভাষায় কথা বলতে দেখা যাচ্ছে। শেখ হাসিনা বলতেন, ‘আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাহলে নির্বাচনের দরকার কী?’ এখন অন্তর্বর্তী সরকারও একই সুরে বলছে, ‘আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি।’ কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই- সংস্কার করা আপনাদের দায়িত্ব নয়। আপনাদের মূল কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।  

তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হয়, একে অপরকে ছাড়া সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। দীর্ঘদিন পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। রাজনীতিতে এখন বড় পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশের গঠনে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 

সাংবাদিকদের উদ্দেশে আমীর খসরু বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের অভিযোগ ছিল আমি ঢাকায় বেশি সময় দিই। এজন্য আমি ঠিক করেছি আজকে কোনো ফরমাল প্রোগ্রাম করব না। আমি চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকা অবস্থা থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অন্তত ৪০ বছরের।  

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০