বাংলাদেশের সংবিধান মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেনা : আখতার হোসেন

বাসস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২৩:১৭
আজ রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বক্তব্য রাখেন এনসিপি সদস্য-সচিব আখতার হোসেন। ছবি: বাসস

রংপুর, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বর্তমানে  বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে চলছে, সেই সংবিধান দেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেনা। সে কারণে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশকে যদি মেরামত করতে হয় তাহলে ২৪ এর জুলাই বিপ্লবের গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তি এবং দল হিসেবে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার বিচার বর্তমানে সবচাইতে কাঙ্ক্ষিত বিষয়। যদি এই গণহত্যার বিচার আমরা না করি তাহলে সময়ে সময়ে স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি দেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এ দেশে আরেকবার গণহত্যা ও খুনের সুযোগ পাবে।

সামনের যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন  সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন,গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নাই।

তিনি পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে ভবিষ্যতে তার দলের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন।

আখতার হোসেন বলেন, ‘অতীতে উত্তরাঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে। আগামীতে বিচার কার্যের সুবিধার জন্য রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা, শ্রমঘন শিল্পায়ানে বিশেষভাবে কাজ করার পাশাপাশি বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে তার দল। এসময় নতুন বাংলাদেশ গড়তে উপস্থিত সবার সহযোগিতার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির নয়া বন্দোবস্তের আহ্বান সর্বত্র পৌঁছে দিতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আখতার হোসেন।

ইফতার মাহফিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, জেলা ও মহানগর বিএনপি জামায়াত, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
১০