পল্লবী থেকে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ দুইজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২০:১২

ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা হতে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার এবং চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো. তোফায়েল আহম্মেদ (২৬)।

আজ রোববার পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার জনৈক মো. সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেওয়ার জন্য গত (২১ মার্চ বিকাল সাড়ে পাঁচটায় সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসে মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। মাহথিরের বাসাটি পছন্দ হলে সে সাবলেট বাসা ভাড়া নেয়। এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে সে চলে যায় এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দিবে বলে জানায়।

পরবর্তীতে সোয়া আটটায় সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুইটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায়।

এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ৩০ মার্চ একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।

এরপর ৩০ মার্চ পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও তার সহযোগী মো. তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০