লক্ষ্মীপুর, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরের ১৬ শহীদ পরিবারের হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ শুভেচ্ছা বার্তা এবং উপহার সামগ্রী তুলে দিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) মনিটর ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব ডা. খালেদ মাহমুদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর প্রকৌশলী গোলাম রহমান রাজিব, সদস্য কৃষিবিদ ড. মু. আশ্রাফুল আলম, ডা. মেশকাত, প্রকৌশলী আনোয়ার হোসেন রনি প্রমূখ।