শিক্ষার্থীদের ছাত্র সংগঠনগুলোর জন্য শুভ কামনা : ছাত্রদল সভাপতি

বাসস
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৩:০৯
মঙ্গলবার ময়মনসিংহে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ভিডিও থেকে নেয়া

ঢাকা, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যে সকল ছাত্র সংগঠন প্রকাশ্যে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাচ্ছে, শিক্ষার্থীদের মতামত অনুযায়ী ছাত্র রাজনীতি করছে তাদের জন্য শুভ কামনা।

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মঙ্গলবার এ কথা বলেন।

রাকিব বলেন, বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের সার্বভৌমত্ব ধারণ করে, এমন ছাত্র সংগঠনের জন্য সবসময়ই আমাদের শুভ কামনা থাকবে। 

ছাত্রদল সভাপতি বলেন, যেদিন আনুষ্ঠানিকভাবে নতুন দল এনসিপি যাত্রা শুরু করে, তখনই আমরা আনুষ্ঠানিকভাবে তাদের শুভ কামনা জানিয়েছি।

তিনি বলেন, যারা গুপ্ত রাজনীতি করে, যারা প্রকাশ্য রাজনীতি না করে পেছনের দরজায় ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, গনতন্ত্র, মানুষের আত্মমর্যাদা স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় লড়াইয়ে করতে গিয়ে বিগত ফ্যাসিবাদী শাসনামলে যারা শত শত মামলার আসামি, যাদের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অবশ্যই সংগঠনের দায় রয়েছে। আমরা সেই দায় অস্বীকার করতে পারি না। ইতোমধ্যে আমরা সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাত শতাধিক কমিটি ঘোষণা করেছি।

রাকিব ময়মনসিংহ সফরে এলে নগরীর নতুন বাজার মোড়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদল সভাপতি এক সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

এসময় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলার নিজ উপজেলা মুক্তাগাছায় পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন রাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
মাদক বহনের দায়ে গ্রেফতার কির্টন
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
উৎসবমুখর পরিবেশে সাইকেল লেন দিবস উদযাপিত
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
১০