বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৪:২৯
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫(বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরগণ, কোষাধ্যক্ষ, সকল শিক্ষক, সকল চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টগণ শনিবার সকল কর্মচারীদের সাথে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন।

সৌহার্দ্য, সম্প্রীতির এই আয়োজনে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ উপস্থিত থেকে শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ কর্মচারীবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ, বিভাগসমূহ, হাসপাতাল সম্পূর্ণভাবে আজ খুলেছে।

তবে ঈদ উল ফিতরের ছুটিতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো বিঘ্ন না হয় বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ শনিবার ও ২ এপ্রিল খোলা ছিল।

প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে এবং সেখানে ইনডোরে চিকিৎসাধীন রোগীদের ও জরুরি বিভাগে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০