আহত জাকিরকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার সায়েম

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:০২
আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে হাসপাতালে তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস): আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।

শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান ব্যারিস্টার আবু সায়েম। 

এ সময় সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা আহত জাকিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস প্রদান করেন।

জাকির নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার মাইজদী থেকে গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের লোকজন অতর্কিতে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে আসামিদের গ্রেফতারের অনুরোধ জানান।

এদিকে হাসপাতালে চিকিৎসারত সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একটি পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন বিএনপি নেতারা।

জানা গেছে, চৌমুহনীতে চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০