ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা দেশের জন্য ইতিবাচক : আন্দালিব 

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:০৬ আপডেট: : ০৫ এপ্রিল ২০২৫, ২০:৩২
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শনিবার দুপুরে ভোলায় সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

ভোলা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে; যা দেশের জন্য অনেকটাই ইতিবাচক এবং তা ভালো কিছুই বয়ে আনবে।   

আজ শনিবার দুপুরে ভোলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

পার্থ বলেন, ‘বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা এই সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদী।’

আগের যে কোনো সময়ের চেয়ে তার দল বিজেপি এখন অনেক শক্তিশালী বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী জুন মাস থেকে বিজেপি প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবে। শুধুমাত্র সংস্কারের ওপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।

পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের সে সকল সংস্কারগুলো করা উচিত যে সংস্কারগুলোর সঙ্গে সবাই একমত হয়। জনপ্রতিনিধিদের কাছে জনগণের একটা আকাঙ্ক্ষা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

বিজেপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়; তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০