ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা দেশের জন্য ইতিবাচক : আন্দালিব 

বাসস
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:০৬ আপডেট: : ০৫ এপ্রিল ২০২৫, ২০:৩২
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শনিবার দুপুরে ভোলায় সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

ভোলা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে; যা দেশের জন্য অনেকটাই ইতিবাচক এবং তা ভালো কিছুই বয়ে আনবে।   

আজ শনিবার দুপুরে ভোলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

পার্থ বলেন, ‘বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা এই সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদী।’

আগের যে কোনো সময়ের চেয়ে তার দল বিজেপি এখন অনেক শক্তিশালী বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী জুন মাস থেকে বিজেপি প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবে। শুধুমাত্র সংস্কারের ওপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।

পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের সে সকল সংস্কারগুলো করা উচিত যে সংস্কারগুলোর সঙ্গে সবাই একমত হয়। জনপ্রতিনিধিদের কাছে জনগণের একটা আকাঙ্ক্ষা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

বিজেপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়; তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০