আরাফাত রহমান কোকো’র শাশুড়ির ইন্তেকাল: তারেক রহমানের শোক

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১১:১৯ আপডেট: : ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৭
আরাফাত রহমান কোকো'র শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা। ফাইল ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই।

তিনি শনিবার দিবাগত ভোর রাত ৩টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে  মুকরেমা রেজা’র বয়স হয়েছিল ৭১ বছর।

তিনি ২ ছেলে, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজন, বহু শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, এসইউএফ মুকরেমা রেজা’র নামাজে জানাযা আজ রোববার বা’দ আসর রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।

আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, ‘এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে  তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুমার শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।’

তারেক রহমান এসইউএফ মুকরেমা রেজা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

বিএনপি মহাসচিব আজ পৃথক এক শোকবার্তায় বলেন, ‘এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’

মির্জা ফখরুল শোকবার্তায় এসইউএফ মুকরেমা রেজা’র রুহের মাগফিরাত কামনা  এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০