বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আলমগীর কারাগারে

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৪:১৯
উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ফাইল ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ রোববার উত্তরা পূর্ব থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার আলমগীর হোসেনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার মূলনথি না থাকায়, বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

একই সঙ্গে মূলনথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।

এর আগে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ড, এক নারীর মৃত্যু
রংপুরে মুগ্ধতা ছড়াচ্ছে হেলিকোনিয়া ফুল
test
আজ নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে শুল্ক, ইরান ও গাজা নিয়ে বৈঠক 
ইসরাইলি মন্ত্রীর সাথে বিরল আলোচনায় ফিলিস্তিনি স্বার্থের ওপর জোর দিল সংযুক্ত আরব আমিরাত
সহায়তা হ্রাস মাতৃমৃত্যুর বিরুদ্ধে লড়াইকে হুমকির মুখে ফেলছে : জাতিসংঘ
জাপানে মেডিকেল হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি
বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১, ধোঁয়ায় অসুস্থ ৮ জন ঢাকা মেডিকেলে ভর্তি
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৫০
১০