প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৪:২৩
ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন। ফাইল ছবি

ঢাকা, ৬ এপ্রিল,  ২০২৫ (বাসস) : প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কারাদণ্ডের পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বাসস-কে  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করতো। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম নামে এক ব্যক্তি তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন।

আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীতে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এরপর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। 

এ ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম ২০২৪ সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনাম থেকে আরও ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর-বাদল গ্রেফতার
মেহেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ছয় দিনে ডিএমপি’র ৫৫৮৫ মামলা
বাগেরহাটে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ড, এক নারীর মৃত্যু
রংপুরে মুগ্ধতা ছড়াচ্ছে হেলিকোনিয়া ফুল
test
আজ নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে শুল্ক, ইরান ও গাজা নিয়ে বৈঠক 
ইসরাইলি মন্ত্রীর সাথে বিরল আলোচনায় ফিলিস্তিনি স্বার্থের ওপর জোর দিল সংযুক্ত আরব আমিরাত
সহায়তা হ্রাস মাতৃমৃত্যুর বিরুদ্ধে লড়াইকে হুমকির মুখে ফেলছে : জাতিসংঘ
১০