বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১, ধোঁয়ায় অসুস্থ ৮ জন ঢাকা মেডিকেলে ভর্তি

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৪
রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডের মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড। ছবি: বাসস

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডের মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে একজন নিহত হয়েছেন।

আগুনের ধোঁয়ায় অসুস্থ ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক এক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ৮ জনকে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।

আজ সোমবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও লালবাগ থেকে ২টিসহ মোট সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে  ভর্তি আগুনের ধোঁয়ায় অসুস্থরা হলেন-শাকিব (২২), মমতাজ বেগম (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২), আহালান (৪), ইকবাল (৪৭), মুশফিকা (২৫) ও রুহুল আমিন (২৬)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বাসসকে  বলেন, নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনের নিচ তলায় আগুনের ধোয়ায় ১৮ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে এলে চিকিৎসক এক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ৮ জন অবজারভেশনে চিকিৎসাধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডার সাথে কানাডা ভিত্তিক কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর
সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন : ফয়জুল করিম
বাংলাদেশের লজিস্টিক খাতের সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর সহযোগিতা প্রদানে আগ্রহী
ফেনীতে ট্রাক চাপায় ২ জন নিহত 
ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি : ঢাবি সাদা দল  
রাজধানীতে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ
অল পার্টি ইকোনমিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে এনসিপি
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ ও সংহতি সমাবেশ
১০