যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর-বাদল গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৪:১৯
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : বাসস

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুবদল নেতা শামীম হত্যা মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর কবির (৬৫) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি শেখ আলী আহসান বাদলকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পালটা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডার সাথে কানাডা ভিত্তিক কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর
সরকারের সংস্কার কাজে সন্তুষ্ট ইসলামী আন্দোলন : ফয়জুল করিম
বাংলাদেশের লজিস্টিক খাতের সক্ষমতা বাড়াতে সিঙ্গাপুর সহযোগিতা প্রদানে আগ্রহী
ফেনীতে ট্রাক চাপায় ২ জন নিহত 
ইসরাইলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি : ঢাবি সাদা দল  
রাজধানীতে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ
অল পার্টি ইকোনমিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে এনসিপি
ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বিক্ষোভ ও সংহতি সমাবেশ
১০