ইসরাইল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে জবিশিসের সংহতি সমাবেশ

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৫১
ইসরায়েল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে সংহতি সোমবার সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ছবি : বাসস

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইসরায়েল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে সংহতি সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, শিক্ষক সমিতির সভাপতি,সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, আমরা অত্যন্ত ব্যাথিত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি।আমরা বুঝি না একটা জাতির উপরে এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না।আমরা প্রতিবাদস্বরূপ ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে পারি,ফিলিস্তিনিদের জন্য ফান্ড তৈরী করতে পারি। আমাদের জায়গা থেকে যা যা করা সম্ভব আমরা করবো। আমরা মহান রবের দরবারে দোয়া করি যাতে মহান আল্লাহ তায়ালা ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমিন বলেন,আমরা অনেকেই ভাবি আমরা কিছু করতে পারবো না ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু অন্তত নিজেদের বিবেকের কাছে সৎ থাকার জন্য হলেও আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং প্রার্থনা করি যেন মহান আল্লাহ তায়ালা ফিলিস্তিনিদেরকে হেফাজত করেন।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন তিনদফা কর্মসূচী ঘোষণা করেন।

তিনদফা কর্মসূচী হলো :

১.গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে;
২. আমেরিকা দূতাবাসের উদ্দেশ্যে লংমার্চ ঘোষণা এবং স্মারকলিপি প্রদান;
৩. সকল ইসরাইলী পণ্য নিষিদ্ধকরণ।
পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম কর্তৃক দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ প্ল্যান বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে : মাহবুবুর রহমান
মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসায় টানা দ্বিতীয় সপ্তাহ কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ
ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান হেফাজত মহাসচিবের
সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা : অধ্যাপক আলী রীয়াজ 
চট্টগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক 
ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ 
১০