ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫, (বাসস): ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উলামা-জনতা ঐক্য পরিষদের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার বেলা ৩টায় এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মুফতি হারুন ইজহার, মুফতি ফকরুল ইসলাম, আবু ত্বহা মুহাম্মাদ আদনান, আসিফ আদনান, ড. সারোয়ার হোসেন, তানজিল আরেফিন আদনান ও আহমেদ রফিকসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে যুদ্ধ বিরোধী চুক্তি ভঙ্গ করে গাজায় সংঘটিত গণহত্যার তীব্র নিন্দা জানান এবং ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন।
বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ (বা ইসরাইল ব্যতীত) নীতি পুনর্বহালের দাবি জানিয়ে তারা বলেন, ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নীতিগত অবস্থান বাংলাদেশের জন্য সম্মানজনক এবং মুক্তিকামী জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।
গাজার বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং ইসরাইলি পণ্য বয়কটের মাধ্যমে সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধের অংশ হতে হবে বলে বক্তারা অভিমত জানান।