আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৫:০২
সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী । ফাইল ছবি

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক মেয়র আজম নাসির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার দুই আসামি ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আজ সকালে  ট্রাইব্যুনালে হাজির করা হয়। একপর্যায়ে শুনানি শুরু হলে চিফ প্রসিকিউটর আসামী ফিরোজকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে,  ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন। এছাড়া চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমের সম্পৃক্ততা পাওয়ায় গিয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

অন্যদিকে, ফজলে করিমের জামিন চেয়ে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন আবেদন করলে, আগামী ২০ এপ্রিল সে জামিন আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০