ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ও গ্রুপটির চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রী ইসরাত জাহানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল-জালিয়াতি, প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণপূবর্ক আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় ইসরাত জাহান দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ইসরাত জাহানের বিদেশ গমন রহিত করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।