ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের নামীয় রাজধানীর রমনা এলাকায় দুইটি কার পার্কিংসহ ২ হাজার ৭৫ বর্গফুটের ফ্ল্যাটটি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দলিলে দুইটি কার পার্কিংসহ ফ্ল্যাটটির মূল্য দেখানো হয়েছে ৮০ লাখ ৪৫ হাজার টাকা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, মাজহারুল ইসলাম কর্তৃক অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার স্ত্রী লায়লা খানের মালিকানায় আছে। তার স্ত্রী লায়লা খানের নামীয় অ্যাপার্টমেন্ট/ফ্ল্যাটের হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদনের মাধ্যমে মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাব্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা পরিবর্তন রোধ এবং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে লায়লা খানের স্থাবর সম্পদ ক্রোক করা প্রয়োজন। আদালত আবেদন ম্ঞ্জুর করে আদেশ দেয়।