ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর, নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
ড. কামাল হোসেন এক বিবৃতিতে গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা বন্ধ করে গাজায় বিপর্যস্থ মানুষের মানবিক সাহায্য ও জরুরি চিকিৎসা কর্যক্রম জোরদার করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।
ড. কামাল হোসেন বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর বিশেষ করে নারী ও শিশুর ওপর আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা বন্ধ করতে বিশ্বের সকল বিবেকবান রাষ্ট্র প্রধানদের এগিয়ে আসা জরুরি।