শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক ছাঁটাই করলে ব্যবস্থা: শ্রম সচিব

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২০:১৬
শ্রম ও কর্মসংস্থান সচিব  এএইচএম শফিকুজ্জামান। ফাইল ছবি

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): যৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক ছাঁটাই না করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব  এএইচএম শফিকুজ্জামান ।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোষাক(আরএমজি) বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ এর ২০তম সভায় শ্রম সচিব এ কথা বলেন। 

সভায় গত ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ ও ছুটির বিষয়ে গৃহীত পদক্ষেপের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে শ্রমিক ও মালিকপক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশনায় এবং আরএমজি টিসিসি সদস্যদের পরামর্শ মোতাবেক আজকের সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে শ্রম সচিব বলেন,  মালিকপক্ষ যৌক্তিক কারণ ছাড়া শ্রমিক ছাঁটাই করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কারখানা মালিককে বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে।

শ্রম সচিব আরও বলেন, টিএজেড লিমিটেড কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় জানিয়েছেন তাদের ফ্যাক্টরিসমূহ বন্ধ ঘোষণা করেছেন। 

এর প্রেক্ষিতে শ্রমিকের যাবতীয় পাওনাদি পরিশোধ করনে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সার্বিক পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিব (শ্রম)-কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। 

কমিটি আগামী ২২ এপ্রিলের মধ্যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি পরিশোধে কর্তৃপক্ষের গৃহীত কার্যক্রমের উপর সুনির্দিষ্ট প্রতিবেদন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করবে। 

প্রতিবেদন দাখিলের পর টিএজেড লিমিটেডের মালিকপক্ষ যদি শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধে ব্যর্থ হয়, তবে কারখানা মালিক শাহাদাত হোসেন শামীম ও তার প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০