পূর্বাচলে ভূমি জরিপে স্ব উদ্যোগে কোনো তথ্য প্রদানের প্রয়োজন নেই

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৮ আপডেট: : ০৯ এপ্রিল ২০২৫, ২০:৫০

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে রাজউক থেকে প্লট বরাদ্দপ্রাপ্ত ভূমি মালিকগণ পূর্বাচল প্রকল্প এলাকায় চলমান ভূমি জরিপে প্লট সংক্রান্ত সকল তথ্য ও প্রমাণাদি রাজউক কর্তৃক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে সরবরাহ করা হবে। প্লট বরাদ্দপ্রাপ্ত ভূমি মালিকদের স্ব উদ্যোগে কোনো তথ্য প্রদানের প্রয়োজন নেই। 

আজ ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভূমি রেকর্ড শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিশেষ প্রয়োজনে রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-২), উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-২) বা এস্টেট উইং এর হেল্পডেস্ক-এ যোগাযোগ করা যেতে পারে। রাজউকের প্লট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের নামে প্রস্তুতকৃত তসদিককৃত খতিয়ান (মাঠপর্চার) রাজউক কার্যালয় হতে সংগ্রহ করা যাবে। এছাড়া খসড়া প্রকাশনার পরে অনলাইনে (www.settelment.gov.bd) তসদিককৃত খতিয়ান সংগ্রহ করার সুযোগ থাকবে। 

জরিপের প্রাথমিক পর্যায়ে রাজউক হতে প্লট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণকে মালিকানার তথ্য ও কাগজপত্র প্রদান বা তসদিককৃত খতিয়ান প্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানানো হলো। 

তসদিকের পর তসদিককৃত খতিয়ান বা মাঠপর্চার বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে সংক্ষুদ্ধ ব্যক্তিগণকে প্রচলিত নিয়মে ব্যক্তিগতভাবে আপত্তি ও প্রযোজ্য ক্ষেত্রে আপীল দাখিল করতে হবে।

এছাড়া কোনো প্রতারকের দ্বারা প্ররোচিত না হওয়ার জন্য সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০