সোলারপাওয়ার ইউরোপ এবং বিএসআরইএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : সোলারপাওয়ার ইউরোপ এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আজ বুধবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে জ্ঞান ও কারিগরি দক্ষতা বিনিময়কে উৎসাহিত করা হবে।

বিএসআরইএর চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ এবং সোলারপাওয়ার ইউরোপের চিফ অপারেটিং অফিসার নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ফিনল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক উপ-রাষ্ট্র সচিব জার্নো সিরিয়ালা এবং বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বক্তব্য রাখেন।

মোস্তফা আল মাহমুদ বলেন, ‘এই অংশীদারিত্ব আমাদের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি বাংলাদেশের জাতীয় লক্ষ্যের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।’

তিনি বলেন, ‘বিএসআরইএ এই লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ এবং আমরা অর্থবহ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সহযোগিতা, উদ্ভাবন এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করছি।’

তিনি উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সহায়তা করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি বলেন, ‘আমরা সোলারপাওয়ার ইউরোপকে আমাদের কৌশলগত অংশীদার হিসেবে পেয়ে গর্বিত। তাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উৎকর্ষতা বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল জ্বালানি খাত গড়ে তুলতে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০