সোলারপাওয়ার ইউরোপ এবং বিএসআরইএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : সোলারপাওয়ার ইউরোপ এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আজ বুধবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে জ্ঞান ও কারিগরি দক্ষতা বিনিময়কে উৎসাহিত করা হবে।

বিএসআরইএর চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ এবং সোলারপাওয়ার ইউরোপের চিফ অপারেটিং অফিসার নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ফিনল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক উপ-রাষ্ট্র সচিব জার্নো সিরিয়ালা এবং বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বক্তব্য রাখেন।

মোস্তফা আল মাহমুদ বলেন, ‘এই অংশীদারিত্ব আমাদের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি বাংলাদেশের জাতীয় লক্ষ্যের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।’

তিনি বলেন, ‘বিএসআরইএ এই লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ এবং আমরা অর্থবহ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সহযোগিতা, উদ্ভাবন এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করছি।’

তিনি উল্লেখ করেন, এই সমঝোতা স্মারক স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সহায়তা করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি বলেন, ‘আমরা সোলারপাওয়ার ইউরোপকে আমাদের কৌশলগত অংশীদার হিসেবে পেয়ে গর্বিত। তাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উৎকর্ষতা বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল জ্বালানি খাত গড়ে তুলতে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০