বসুন্ধরা থেকে ৮৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:২১
প্রতীকী ছবি

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. তাফসিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গতকাল বুধবার তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাটারা থানা সূত্র জানায়, বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধারে যায় পুলিশ।

ভিকটিমের মৃত্যু সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী তাফসিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একজন পেশাদার মাদক কারবারি। তার বাসার একটি কক্ষে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। পরে বসুন্ধরা আবাসিক এলাকায় তার ভাড়া বাসার ৬ষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা। ভাটারা থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত তাফসির পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
আইপিএল: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব
১০