ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : পদোন্নতি পেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান।
আজ বৃহস্পতিবার তাকে পদোন্নতির পর পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।