‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ বাংলাদেশের অর্থনীতিতে একটি ‘মাইলফলক’: জামায়াত

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২২:১৪
বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫-এ দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জামায়াতে ইসলামী। ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ সমাপ্ত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’কে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির একটি ‘মাইলফলক’ বলে অভিহিত করেছে।

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫-এ আজ শেষ দিনে অংশগ্রহণকারী বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

জামায়াতের এ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মোঃ মাসুদ কবির।

জামায়াত প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের গুড গভর্নেন্সের কথা বলেন। তারা বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগবান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশের আশ্বাস দেন। পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলোর ব্যাপারেও ইতিবাচকভাবে সাড়া দেন।

বিনিয়োগকারীগণ জামায়াতে ইসলামীর কাছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্যগণ বলেন, নারীর ক্ষমতায়নের ব্যাপারে জামায়াতের ভূমিকা ইতিবাচক। তারা রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সুশাসন উপহার দেওয়ার কথাও বলেন।

জামায়াত প্রতিনিধিগণ আরও বলেন, বিগত সময়ে জামায়াতের নেতৃত্বে মন্ত্রণালয় পরিচালনার সময় কোন দুর্নীতির অভিযোগ ছিল না। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিচ্ছে জামায়াতে ইসলামী।

গত দুইদিনে চায়না, বৃটেন, কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সাথে বিভিন্ন উদ্বেগের কথা জানানোর প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বলা হয়, বিনিয়োগ সম্মেলনে বিদেশিরা বিনিয়োগে উৎসাহিত হবে। একইসাথে স্থানীয় ব্যবসায়ীরাও বিনিয়োগে উৎসাহিত হবে। এই সম্মেলন সংকট উত্তরণে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা।

জামায়াত প্রতিনিধি দলের সদস্যগণ আরও বলেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। সেই সাথে সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দেওয়া হবে। ওয়ান স্টপ সলিউশন যেন কার্যকরী হয় সেই উদ্যোগ নেওয়া হবে। সকল ক্ষেত্রে দুর্নীতিমুক্ত পরিবেশ দেওয়া হবে। প্রফিট ফেরত পাওয়ার ব্যাপারটি সহজতর করা হবে বলে তারা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন।

জামায়াত প্রতিনিধি দলের সদস্যগণ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার পাশাপাশি গুড গভর্নেন্স উপহার দেওয়া হবে। বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে, প্রকৃতি, বন্দর, নদী ও বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। বিনিয়োগকারীরা এসব সুবিধা কাজে লাগাতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই ৬ ঘর, নারীসহ দগ্ধ ৩
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৫’ শুরু
নোয়াখালীতে  বিএনসিসি সদস্যদের ট্রাফিক প্রশিক্ষণ প্রদান
রাঙ্গামাটিতে ডিপ্লোমা কৃষিবিদদের ওরিয়েন্টেশন কর্মসূচি
ঢাকা-ইসলামাবাদ এফওসি’র ফলোআপের অপেক্ষায় আন্তর্জাতিক বিশ্লেষকরা
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার
ধানের চেয়ে কম খরচে ভুট্টার চাষ, মাছের খাবার হিসেবে জনপ্রিয়
নোয়াখালীর সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে
মঙ্গোলিয়ায় টিক-বাহিত রোগে আক্রান্ত ৪৪ জন
বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি
১০