ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)- এ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতিতে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে। টিম জানতে পারে, নিয়োগ বিধি উপেক্ষা করে জুনিয়র পরামর্শককে রাজস্বখাতের বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে। এছাড়াও বয়স শিথিলতার শর্ত পালনের ক্ষেত্রে সরকারি বিধি লঙ্ঘন করে রাজস্বখাতে নিয়োগ এবং বিধিবহির্ভূতভাবে প্রকল্প থেকে রাজস্বখাতে নিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এদিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ প্রায় ৬ কোটি টাকায় ৪টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টেন্ডার ডকুমেন্ট পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার অসাধু উদ্দেশ্যে বিশেষ শর্ত আরোপপূর্বক টেন্ডার স্পেসিফিকেশন প্রস্তুত করা হয়েছে। যার ফলে টেকনিক্যাল ইভাল্যুয়েশনে মাত্র একটি করে দরদাতা রেস্পন্সিভ হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টতা যাচাইয়ের লক্ষ্যে রেকর্ডপত্র পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অবহেলাসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিম সরেজমিনে দেখতে পায় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ডাক্তারের পরিবর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও টিম বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান ও খাবার মান যাচাই করে। টিম জানতে পারে- ওই স্বাস্থ্যকেন্দ্রে প্যাথলজি বিভাগে ব্লাড, ইউরিন ইত্যাদি স্বল্প কিছু টেস্ট করা হয়, যা সেবাপ্রার্থীদের সংখ্যার তুলনায় অপ্রতুল বলে টিমের কাছে প্রতীয়মান হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে চিকিৎসা সেবা, খাবারের মান আরো উন্নত ও সার্বিক বিষয়ে নজরদারি করার জন্য টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে অন্যান্য অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়, যা পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়ম সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এলাকার দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ছদ্মবেশে তথ্য সংগ্রহ ও সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য স্টাফ উপস্থিত থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক প্রেষণে থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। টিম জানতে পারে, ওই স্বাস্থ্যকেন্দ্রে ল্যাবরেটরি ও ইসিজি সেবা নিয়মিত চলমান থাকলেও নভেম্বর ২০২৪ থেকে এক্সরে ফিল্মের অভাবে এক্সরে কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ রোগীরা গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। টিম কর্তৃক ঔষধের স্টক ও রেজিস্টার যাচাই করে সঠিকতা নিশ্চিত করা হয় এবং মালামাল ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র ও সরবরাহে কোনো অনিয়ম রয়েছে কি না তা পর্যালোচনা করা হয়। চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে এক্সরে ফিল্ম দ্রুত সরবরাহ, সরকারি ঔষধ ও পরীক্ষা-নিরীক্ষা দরিদ্র রোগীদের মাঝে সহজলভ্য করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। উপস্থিত সেবা গ্রহীতারা দুদক টিমের এ অভিযানকে স্বাগত জানান।