ইরান থেকে প্রায় আটশ’ চীনা নাগরিক সরিয়ে নেওয়া হয়েছে: বেইজিং

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:৩১

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): ইসরাইল সামরিক হামলা শুরু করার পর গত এক সপ্তাহে প্রায় আটশ’ জন চীনা নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ৭৯১ জন চীনা নাগরিককে ইরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও এক হাজারের বেশি মানুষ স্থানান্তর ও প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, কিছু চীনা নাগরিক ইসরাইল থেকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জিয়াকুন বলেন, চীনা নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যেসব দেশ সহযোগিতা করেছে, চীন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এর আগে বুধবার সকালে ইরান জানায়, তারা ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুই বৈরী দেশের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন। ট্রাম্প বলেন, ইসরাইলের এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, ‘তার ধৈর্যের সীমা শেষ হয়ে আসছে।’

এদিকে, বৈশ্বিক পরাশক্তিগুলো সংঘাত আরও বিস্তৃত হয়ে একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার আগেই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধান খুঁজছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০