ইরান থেকে প্রায় আটশ’ চীনা নাগরিক সরিয়ে নেওয়া হয়েছে: বেইজিং

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:৩১

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): ইসরাইল সামরিক হামলা শুরু করার পর গত এক সপ্তাহে প্রায় আটশ’ জন চীনা নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ৭৯১ জন চীনা নাগরিককে ইরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও এক হাজারের বেশি মানুষ স্থানান্তর ও প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, কিছু চীনা নাগরিক ইসরাইল থেকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জিয়াকুন বলেন, চীনা নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যেসব দেশ সহযোগিতা করেছে, চীন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এর আগে বুধবার সকালে ইরান জানায়, তারা ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুই বৈরী দেশের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন। ট্রাম্প বলেন, ইসরাইলের এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, ‘তার ধৈর্যের সীমা শেষ হয়ে আসছে।’

এদিকে, বৈশ্বিক পরাশক্তিগুলো সংঘাত আরও বিস্তৃত হয়ে একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার আগেই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধান খুঁজছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
জমি বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ২
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা
১০