ইরান থেকে প্রায় আটশ’ চীনা নাগরিক সরিয়ে নেওয়া হয়েছে: বেইজিং

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:৩১

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): ইসরাইল সামরিক হামলা শুরু করার পর গত এক সপ্তাহে প্রায় আটশ’ জন চীনা নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ৭৯১ জন চীনা নাগরিককে ইরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও এক হাজারের বেশি মানুষ স্থানান্তর ও প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, কিছু চীনা নাগরিক ইসরাইল থেকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জিয়াকুন বলেন, চীনা নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যেসব দেশ সহযোগিতা করেছে, চীন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এর আগে বুধবার সকালে ইরান জানায়, তারা ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুই বৈরী দেশের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার ঘটনায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন। ট্রাম্প বলেন, ইসরাইলের এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, ‘তার ধৈর্যের সীমা শেষ হয়ে আসছে।’

এদিকে, বৈশ্বিক পরাশক্তিগুলো সংঘাত আরও বিস্তৃত হয়ে একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার আগেই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধান খুঁজছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস: ম্যাক্রোঁ
বিশ্বকাপের দ্বারপ্রান্তে নেদারল্যান্ডস, আশা টিকিয়ে রেখেছে স্কটল্যান্ড
পুতিন-ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপের পরিকল্পনা নেই : রাশিয়া
জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস
নানা আয়োজনে জয়পুরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান
আন্দোলনরত শিক্ষার্থীদের চমেক ডেন্টাল ইউনিট ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
১০