বজ্রপাতে প্রাণহানি এড়ানোর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে রিট

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:১১

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : বজ্রপাতে প্রাণহানি এড়াতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও  বজ্রপাতে হতাহতদের পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাউছারের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিকল্পনা সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালককে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিট পিটিশনে বলা হয়, বজ্রপাতে গ্রামীণ জনগোষ্ঠী বিশেষত কৃষক ও জেলেরা সবচেয়ে বেশি আক্রান্ত হন। 

এক সমীক্ষায় দেখা গেছে, বজ্রপাতে ১৭৭ জনের মধ্যে ১২২ জনই কৃষক। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও গাইবান্ধা দেশের সবচেয়ে বজ্রপাতপ্রবণ এলাকা। বজ্রপাতে নিহতের সংখ্যা এখন অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন, বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যার চেয়েও বেশি। 

গ্রামীণ এলাকার বিস্তৃত জমি, খোলা মাঠ ও খেলার মাঠ এখন বজ্রপাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

যদিও সরকার বজ্রপাতকে ২০১৬ সাল থেকে একটি প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছে, তবুও বজ্রপাতের ফলে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না।

ইতোঃপূর্বে এই বিষয়ে পদক্ষেপ নিতে বিবাদীদেরকে কয়েকবার নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে, ওই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ গঠন
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড : বিশ্ববিদ্যালয় প্রশাসনের একদিনের শোক ঘোষণা 
মির্জা ফখরুলের চোখের অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে
সিলেট সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৬ জন পুশব্যাক করেছে বিএসএফ
প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন টেকসই হবে না : পরিবেশ উপদেষ্টা
জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করবে আইএমএফ
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজন কারাগারে
ফ্যাসিস্টদের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে : জয়নুল আবদিন ফারুক
সাড়ে তিন বছর পর জামায়াত নেতা সাইয়েদ আহমদকে চেয়ারম্যান ঘোষণা আদালতের
১০