ফৌজদারী বিধি ও আদেশ সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:১৬

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : ফৌজদারী বিধি ও আদেশ (অধস্তন আদালতের অনুশীলন ও পদ্ধতি), ২০০৯ (ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস), ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়েছে, প্রধান বিচারপতি গত ২২ ডিসেম্বর ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস, ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে সুপারিশ পেশ করার জন্য জাজেস কমিটি গঠন করেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতোয়ার রহমানকে আহ্বায়ক করে বিচারপতি মোহাম্মদ আলী ও  বিচারপতি মো. আতাবুল্লাহকে সদস্য করে এ জাজেস কমিটি গঠন করে দেন প্রধান বিচারপতি।

জাজেস কমিটি বিষয়টি নিয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে দেশের ৬৪টি জেলার জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক সমিতির সদস্যগণের সঙ্গে আলোচনা/মত বিনিময়পূর্বক যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধন বিষয়ে মতামত (যদি থাকে) লিখিত আকারে প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।

দেশের ৬৪ জেলার জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক উক্ত সমিতির সদস্যগণের সঙ্গে আলোচনা/মতবিনিময়পূর্বক  যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনের মতামত সংযুক্ত তালিকা অনুযায়ী লিখিত আকারে আগামী ২২ মে অফিস সময়ের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এর দপ্তরে বা সফটকপি ([email protected]) ই-মেইলে বা (হোয়াটঅ্যাপ নম্বর-০১৭১৬-১৮৫৫৮৩)-এ প্রেরণ করার জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০