ফৌজদারী বিধি ও আদেশ সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৫:১৬

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : ফৌজদারী বিধি ও আদেশ (অধস্তন আদালতের অনুশীলন ও পদ্ধতি), ২০০৯ (ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস), ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়েছে, প্রধান বিচারপতি গত ২২ ডিসেম্বর ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস, ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে সুপারিশ পেশ করার জন্য জাজেস কমিটি গঠন করেন।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতোয়ার রহমানকে আহ্বায়ক করে বিচারপতি মোহাম্মদ আলী ও  বিচারপতি মো. আতাবুল্লাহকে সদস্য করে এ জাজেস কমিটি গঠন করে দেন প্রধান বিচারপতি।

জাজেস কমিটি বিষয়টি নিয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে দেশের ৬৪টি জেলার জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক সমিতির সদস্যগণের সঙ্গে আলোচনা/মত বিনিময়পূর্বক যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধন বিষয়ে মতামত (যদি থাকে) লিখিত আকারে প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।

দেশের ৬৪ জেলার জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক উক্ত সমিতির সদস্যগণের সঙ্গে আলোচনা/মতবিনিময়পূর্বক  যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনের মতামত সংযুক্ত তালিকা অনুযায়ী লিখিত আকারে আগামী ২২ মে অফিস সময়ের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এর দপ্তরে বা সফটকপি ([email protected]) ই-মেইলে বা (হোয়াটঅ্যাপ নম্বর-০১৭১৬-১৮৫৫৮৩)-এ প্রেরণ করার জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
১০