কর্মকর্তাদের আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে দুদক সচিবের আহ্বান

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২০:৩০
ছবি : ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি)

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন।

আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে কর্মকর্তাদের সরকারি ক্রয় আইন ও বিধি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

দুর্নীতি দমন কমিশনে কর্মরত ৩০ জন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক এর মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ, দুদক উপ-পরিচালক সিলভিয়া ফেরদৌস।

ইএসসিবি’র ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসানের সঞ্চালনায় ও ইএসসিবি রেক্টর, সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠানে শুরু হয়।

বিশেষ অতিথির বক্তব্যে দুদক মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ প্রশিক্ষণার্থীদের অত্যন্ত ফলপ্রসূ এই প্রশিক্ষণ সম্পন্ন করা জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে মো. আশরাফুল আলম প্রশিক্ষণের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সারা দেশ থেকে আগত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তারা জানিয়েছেন, ইএসসিবিতে আয়োজিত এই প্রশিক্ষণ সকল কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। কর্মকর্তাদের এই আইন জেনে তা বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। তিন ব্যাচে দুদকের নব্বই জন কর্মকর্তাকে সরকারি ক্রয় আইনের উপর এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হয়।

দুদক কর্মকর্তাদের কাজের ধরনের উপর নির্ভর করে এই প্রশিক্ষণটি ডিজাইন করতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন ইএসসিবি প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড. তাওহীদ হাসান। দুদক কর্তৃপক্ষ জানিয়েছে দুদকের জনবলের দক্ষতা বাড়াতে, দুদকের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সব সময়ে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০