ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২২:১৯
ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু। ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৯ মে, ২০২৫(বাসস) : পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন।

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের  উদ্বোধন করেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’।

ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব নওশীন ফাতমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের  মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিসেস মারিয়ান রাবে ন্যাভেলসরুড, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-এর নির্বাহী পরিচালক সারা হোসেন এবং ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মো. রাকিব-উজ-জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই অভ্যুত্থানের পর এ দেশের তরুণ সমাজ একটি বৈষম্যহীন নতুন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখছে। এ লক্ষ্যে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ও জ্ঞানের বিকাশ, পাবলিক স্পিকিং, জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, বিশ্বের সর্বত্র বিভিন্ন ধরনের অস্থিরতা বিরাজ করছে। এসব অস্থিরতা ও সংকট নিরসনে সমাজে ন্যায়, সমতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা খুব জরুরি।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ শিক্ষার্থী ৪ দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। 

লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থ সামাজিক প্রেক্ষাপট, মানবাধিকার, মানবপাচার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূ-রাজনৈতিক এবং কূটনৈতিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এই সম্মেলনে আলোচনা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা
যুক্তরাষ্ট্রে সফরের আগে সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা যুক্তরাষ্ট্রের
সাতক্ষীরায় ধানের শীষকে বিজয়ী করতে সাবেক এমপি হাবিবের আহ্বান
রাজশাহীতে ট্রাকের চাপায় তিন বন্ধু নিহত
রংপুরে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার
মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
খুলনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার সামগ্রী বিতরণ
১০