ফুলবাড়ী সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে বিএসএফের পুশইন 

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২২:৫৯
ভারত থেকে পুশ ইন করা নারী-শিশুসহ ৯ জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে বিজিবি সদস্যরা। ছবি: বাসস

কুড়িগ্রাম, ২৯ মে, ২৯২৫ (বাসস) : জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ।

বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৫ এর পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা মেইন পিলার থেকে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপুর সীমান্ত এলাকায় নারী শিশুসহ ৯ বাংলাদেশিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, 'ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ বাংলাদেশিকে পুশইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।'

পুশইন হওয়া ৯ বাংলাদেশি হলেন, বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫) মেয়ে রুমি খাতুন (২০) জামাতা আপেল (২৯) নাতি হৃদয় (৩), মোছা. মিনা বেগম (৩০) স্বামী জয়নাল আবেদীন তার মেয়ে জুই (১০) মীম (৭) এবং নুর হামিদ (৭) পিতা আমিনুল ইসলাম। সকলের বাড়ি ফুলবাড়ীর চন্দ্রখানা বজরের খামার গ্রামে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, পুশইন হওয়া ৯ জনকে বিজিবি উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় দুপর ২ টায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০