অপহরণকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভুক্তভোগী উদ্ধার

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:২৬ আপডেট: : ৩০ মে ২০২৫, ১৭:২৭

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : উত্তরা-পশ্চিম থানা পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে অপহৃত এক ভিকটিম উদ্ধার এবং অপহরণকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গত বুধবার উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০/বি রোডের ৩৭-নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন সময় মুক্তিপণ বাবদ আদায় করা ১ কোটি ৪১ লাখ টাকা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সিসি ক্যামেরা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হলো-মো. মাসুম পারভেজ (৩৮), মো. সোলাইমান হোসেন (৩৮), শফিকুল ইসলাম সৌরভ (২৭), মোছাম্মত মায়া (২৫) ও মোছাম্মত রুলি খানম (১৯)।

এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গত ২৬ মে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হয়। ২৮ মে রাতে অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে মেয়েকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করেন। এ সংবাদে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রটিকে শনাক্ত করে ও ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
১০