গাজীপুরে কোরবানির জন্য প্রস্তুত ৯৪ হাজার ৫৬১ গবাদিপশু 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৭:২১
গাজীপুরে কোরবানির জন্য প্রস্তুত ৯৪ হাজার ৫৬১ গবাদিপশু। ছবি : বাসস 

 মুহাম্মদ হেদায়েত উল্লাহ 

গাজীপুর, ৩১ মে ২০২৫ (বাসস) : জেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৯৪ হাজার ৫৬১ টি গবাদিপশু। এর মধ্যে ৫৪ হাজার ৮৭১টি গরু ও মহিষ, ৩৭ হাজার ৬৬৯টি ছাগল এবং ২ হাজার ২১টি ভেড়াসহ অন্য প্রজাতির কোরবানিযোগ্য পশু। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার গাজীপুর মহানগরী-সহ জেলার পাঁচটি উপজেলায় কোরবানির পশুর প্রাক্কলিত মোট চাহিদা নিরূপণ করা হয়েছে একলাখ ৩৭ হাজার ২৭৮টি। জেলায় চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ৪২ হাজার ৭১৭টি গবাদিপশু। এ ঘাটতি বিভিন্ন জেলা থেকে আগত গবাদি পশু দ্বারা পূরণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন। 

এদিকে, গাজীপুর মহানগর ও জেলার ৫টি উপজেলায় এবার ৮৮টি অস্থায়ী কোরবানি পশুর হাট বসেছে। এসব হাটগুলোর মধ্যে মধ্যে জেলা সদরসহ সিটি কর্পোরেশন এলাকায় ২৫টি, শ্রীপুরে ১৭টি, কালীগঞ্জে ২০টি ও কাপাসিয়ায় ২৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসেছে। এসব হাটে গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি কোরবানি যোগ্য পশু বিক্রি শুরু হয়েছে। 

শনিবার টঙ্গী অঞ্চলের হাটগুলোতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় খামারীদের পশু ছাড়াও ট্রাক ও পিকআপে করে আশপাশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেচাকেনাও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নারগীস খানম জানান, ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুতি নেয়া হচ্ছে। জেলায় কোরবানির পশুর ঘাটতি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত পশু দ্বারা পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রত্যেকটি কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম চলমান থাকবে। ইতিমধ্যে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
সংসদ নির্বাচনের আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু
বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে পাউবোর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প 
১০