মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৯:২২
ছবি : বাসস

নোয়াখালী, ৩১ মে, ২০২৫ (বাসস): জেলার হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় ৩২ জনকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করা গেলেও, এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভাসানচর থানায় কর্মরত ১ পুলিশ সদস্যও রয়েছেন।

জানা যায়, হাতিয়ার ভাষানচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে দুপুর ২টায় একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। 

ট্রলারটি করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সেখানেই ডুবে যায়। 

ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, ৩ পুলিশ সদস্য ও এনজিও প্রতিনিধিসহ ৩৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। 

এছাড়া দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজ পুলিশ সদস্য হলেন, নায়েক সাইফুল ইসলাম।

নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ট্রলারডুবি ও নিখোঁজ এর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌ-পুলিশ ও স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করেছে। বাকি ৫ জনকে উদ্ধার করতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন থানার মামলায় দণ্ডিত শহিদুল বাবুল কারাগারে
ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের
গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে  
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে
শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ
নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
১০