মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ২ লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৯:২২
ছবি : বাসস

নোয়াখালী, ৩১ মে, ২০২৫ (বাসস): জেলার হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় ৩২ জনকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করা গেলেও, এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভাসানচর থানায় কর্মরত ১ পুলিশ সদস্যও রয়েছেন।

জানা যায়, হাতিয়ার ভাষানচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে দুপুর ২টায় একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। 

ট্রলারটি করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সেখানেই ডুবে যায়। 

ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, ৩ পুলিশ সদস্য ও এনজিও প্রতিনিধিসহ ৩৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। 

এছাড়া দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজ পুলিশ সদস্য হলেন, নায়েক সাইফুল ইসলাম।

নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ট্রলারডুবি ও নিখোঁজ এর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌ-পুলিশ ও স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করেছে। বাকি ৫ জনকে উদ্ধার করতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০