তামাক নিয়ন্ত্রণে অবদান রাখায় ঢাকার বিভাগীয় কমিশনার অফিসকে সম্মাননা

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৯:৪৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : তামাকের বিরূপ প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দিতে এবং কর্মপরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখতে সরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়কে জাতীয় সম্মাননা প্রদান করা হয়েছে।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। 

ঢাকার বিভাগীয় কমিশনার মো. শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই সম্মাননা গ্রহণ করেন।

এছাড়া তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা ক্যাটাগরিতে রাজবাড়ী জেলা প্রশাসন এবং উপজেলা ক্যাটাগরিতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা প্রশাসনকে জাতীয় সম্মাননা প্রদান করা হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকালে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। 

এছাড়া অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, রেল সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
সংসদ নির্বাচনের আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু
১০