শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের অন্তরে গেঁথে আছেন : জয়নুল আবেদীন

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:১০
শনিবার ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এডভোকেট জয়নুল আবেদীন বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের অন্তরে গেঁথে আছেন। 

তিনি বলেন, জিয়াউর রহমানের অসীম দেশপ্রেম ছিল। এ জন্য মহান মুক্তিযুদ্ধে ও পরবর্তীতে বাংলাদেশ বিনির্মাণে তাঁর প্রতিটি অবদান ও পদক্ষেপ ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আজ একথা বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক। এতে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বারের সাবেক সভাপতি মহসিন মিয়া, বারের সহ-সভাপতি শহীদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক, ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম (বিউটি), লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভীন মুক্তি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর এ্যানি প্রমুখ।

অনুষ্ঠানে জিয়াউর রহমানকে স্মরণ করে এডভোকেট জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানকে সকলের অন্তর থেকে মুছে ফেলতে। কিন্তু মানুষের মন থেকে তাঁকে মুছে ফেলা যায় না। তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন। 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ভালোবাসেন বলেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, এতে তিনি আঘাত পেয়েছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের জীবনে ও অন্তরে চিরদিন থাকবেন। তাঁর পরিবার-পরিজনও সংগ্রাম ও দুর্যোগ অতিক্রম করে বেঁচে আছেন। আল্লাহ্ সহায় থাকলে, কেউ মেরে ফেলতে চাইলেও পারে না। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। এখন তিনি কিছুটা সুস্থ আছেন। 

এডভোকেট জয়নুল আবেদীন বলেন, তারেক রহমান বাবার স্মৃতি ধরে রেখেছেন। হাজার মাইল দূরে থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন।

এর আগে আজ সকালে, সমিতির সদস্যদের সন্তানরা রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
সংসদ নির্বাচনের আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু
১০