বৈদেশিক খাত, রেমিট্যান্স, রপ্তানি, স্থিতিশীল বিনিময় হার সরকারের সামগ্রিক সাফল্য : ড. দেবপ্রিয়

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২২:০৯
সেন্টার ফর পলিসি ডায়লগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বৈদেশিক খাত, রেমিট্যান্স, রপ্তানি, ঋণ পরিশোধ, রিজার্ভ বৃদ্ধি এবং বিনিময় হার স্থিতিশীল রাখার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 

তিনি বলেন, আগে সরকারের বিদেশি বকেয়া ঋণ পরিশোধের চাপ দেশকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। এই সরকারের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে একটি হলো ৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে বিদেশি ঋণ পরিশোধের বোঝা কমিয়ে আনা। 

আসন্ন বাজেটের ওপর শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আগামী বাজেটে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি মূল লক্ষ্য হওয়া উচিত’ শীর্ষক ছায়া সংসদে এক বক্তব্যে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

অনুষ্ঠান শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগের সরকারের আমলে দুর্নীতি, ব্যাংক জালিয়াতি, করফাঁকি ও পাচার হওয়া অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করে তা বাজেটে অন্তর্ভুক্ত করা গেলে, এবারের বাজেটে অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারত।

ড. দেবপ্রিয় আরও বেশি অপরিশোধিত ঋণ আদায়, পাচারকৃত অর্থ ফেরত আনা, করের জাল সম্প্রসারণ, বৈষম্যমুক্ত কর কাঠামো গড়ে তোলা এবং বেসরকারি খাত ও বিনিয়োগে স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

ছায়া সংসদ প্রতিযোগিতায় ময়মনসিংহের আনন্দ মোহন কলেজকে পরাজিত করে বিজয়ী হয় ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিক দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
সংসদ নির্বাচনের আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু
বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে পাউবোর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প 
১০