প্রতিকূল আবহাওয়ায় এক আন্তর্জাতিকসহ চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২২:১৬

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : রাজধানীতে বিরাজমান প্রতিকূল আবহাওয়ার কারণে আজ শনিবার ঢাকামুখী একটি আন্তর্জাতিক এবং তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কর্মকর্তারা জানান, শারজাহ থেকে যাত্রী ও কার্গো নিয়ে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট ৫১৪, একটি এয়ারবাস এ৩২১ বিমান, নির্ধারিতভাবে ঢাকায় অবতরণ না করে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চট্টগ্রামে পাঠানো হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেন, ‘বিমানটি বিকাল ৪টা ৩৩ মিনিটে নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে।’

তিনি আরও জানান, অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর মধ্যে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪৪৬, যা কক্সবাজারুঢাকা রুটে পরিচালিত হচ্ছিল, সেটিও পরিবর্তিত হয়ে বিকাল ৪টা ৩২ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।

বাকি দুটি ফ্লাইট ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের, রাজশাহী থেকে ছেড়ে আসা ফ্লাইট বিএস১৬৪ এবং সৈয়দপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিএস১৮৮। উভয়ই ছিল এটিআর ধরনের বিমান এবং তাদের গন্তব্য ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

কর্মকর্তারা জানান, এই দুটি ফ্লাইট যথাক্রমে বিকাল ৪টা ৪৭ মিনিট ও ৫টা ১৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
সংসদ নির্বাচনের আসনের সীমানা নিয়ে ইসিতে শুনানি শুরু
বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে পাউবোর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প 
১০