জেলাভিত্তিক টিসিবি’র উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা ৩০ জুনের মধ্যে

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:১১

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : জেলাভিত্তিক টিসিবি’র উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য উপকারভোগী বাছাইকরণ এবং নতুন বিতরণকৃত স্মার্ট ফ্যামিলি কার্ড সচল করা হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি আয়োজিত টিসিবি বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।  

টিসিবি’র বিতরণকৃত কার্ড উপকারভোগীদের মাঝে দ্রুত বিতরণ ও কার্যকরের পাশাপাশি সক্রিয় কার্ড যাচাই করে বাতিলযোগ্য হলে তা বাতিল করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। 

নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক ন্যায় বিচারের প্রাথমিক স্তম্ভ। উপকারভোগী হিসেবে যোগ্য না হওয়া সত্ত্বেও যারা কার্ড গ্রহণ করেছে তাদেরকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, এ বছরের ১৭ মার্চ পর্যন্ত বিতরণকৃত প্রায় ৫৭ (সাতান্ন) লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে ৪১ লাখ ৫১ হাজার ১২টি কার্ড সচল করা হয়েছে এবং সক্রিয় না হওয়া প্রায় ১৬ লাখ স্মার্ট কার্ড বাতিল করা হয়েছে। পরবর্তী ধাপে প্রায় ৮ লাখ ১০ হাজার ২৭৬টি নুতন স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করা হয়েছে এবং উপকারভোগীদের নিকট বিতরণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ১৯২টি কার্ড সচল করা হয়েছে। 

এ বছরের ৫ মে পর্যন্ত বিতরণকৃত স্মার্ট ফ্যামিলি কার্ডের মোট সংখ্যা ৪৯ লাখ ৬১ হাজার ২৮৮টি এবং সক্রিয়কৃত কার্ডের সংখ্যা ৪৫ লাখ ৩৯ হাজার ২০৪টি। অবশিষ্ট ৪ লাখ ২২ হাজার ৮৪টি কার্ড দ্রুত এক্টিভেট করার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।    

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
১০