জিয়াউর রহমানের মাজারে জেডআরএফ’র ফাতিহা পাঠ

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৭:৫১
জিয়াউর রহমানের মাজার জিয়ারত জেডআরএফ’র। ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ জুন, ২০২৫ (বাসস): পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

আজ রোববার সকালে জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সংগঠনের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। পরে সেখানে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতিহা পাঠ করে বিশেষ মুনাজাতে অংশ নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেডআরএফ’র পরিচালক ডা. এ এস হায়দার পারভেজ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. আবদুল করিম, ব্যারিস্টার ইজাজ কবির, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আবদুল করিম, অধ্যাপক ড. আবদুর রশিদ, প্রকৌশলী মাহবুব আলম, ডা. এ কে এম মাসুদ আখতার জীতু, অধ্যাপক আবু জাফর, ডা. সাজিদ ইমতিয়াজ, অধ্যাপক ফারুক, ড. নূরী, প্রকৌশলী আবু সায়েম, প্রকৌশলী এনামুল হকসহ শতাধিক ব্যক্তি।

মাজার জিয়ারত শেষে জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, আমার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা জেডআরএফের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেছি।

তিনি বলেন, জেডআরএফ প্রতিষ্ঠার পর থেকে দল মত নির্বিশেষে মানবসেবাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে। আগামীতেও জেডআরএফ’র এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
যুক্তরাষ্ট্র সমর্থিত করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
এশিয়া কাপে খেলতে চান বুমরাহ ও সূর্য
বগুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
নড়াইলে বছরে উদ্বৃত্ত দুইহাজার মেট্রিক টন মাছ
সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ পালিত
তুরস্কে ৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার
মাগুরায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, পলিথিন জব্দ
১০